
“গুগল পে” – এন্ড্রয়েড এর জন্য গুগল এর অফিসিয়াল পেমেন্ট সুবিধা।
এটি আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন দেশে। ইতোমধ্যে দুইটি দেশের জন্য গুগল পে সার্ভিস যুক্ত হয়েছে।
কিছু দিন আগেই ফ্রান্সে গুগল পে সার্ভিস অপশনটি উন্মোচন করা হয়েছে আর এটির মাধ্যমে যেকোন প্রকার এপ, ওয়েবসাইট বা দোকানে পেমেন্ট করা যাবে।
ফ্রান্সে গুগল পে সার্ভিস ভিসা ও মাষ্টার উভয় কার্ডের জন্য ব্যবহার করা যাচ্ছে এবং কার্ড দুটি Boon, Boursorama Banque, Edenred France, Lydia, N26 এবং Revolutএ সকল ব্যাংকের মাধ্যমে ব্যবহার করা যাবে।
এর মধ্যেই জানা যায় যে চিলিতেও গুগল পে সার্ভিস চালু করা হয়েছে কিন্তু সেখানে শুধু মাত্র CMR Falabella এর মাধ্যমে ভিসা কার্ড ব্যবহার করা যাবে।
গুগল পে সার্ভিস বর্তমানে ২৮টি দেশে চালু হয়েছে আর এগুলো হলো।
- অস্ট্রেলিয়া
- বেলজিয়াম
- ব্রাজিল
- কানাডা
- চিলি
- ক্রোয়েশিয়া
- চেক প্রজাতন্ত্র
- ডেন্মার্ক্
- ফিনল্যাণ্ড
- ফ্রান্স
- জার্মানি
- হংকং
- আয়ারল্যাণ্ড
- ইতালি
- জাপান
- নিউজিল্যান্ড
- নরওয়ে
- পোল্যান্ড
- রাশিয়া
- সিঙ্গাপুর
- শ্লোভাকিয়া
- স্পেন
- সুইডেতাইওয়ান
- ইউক্রেইন্সংযুক্ত আরব আমিরাতে
- যুক্তরাজ্যে
- যুক্তরাষ্ট্র
বর্তমানে এই ২৮টি দেশে গুগল পে সার্ভিস চালু রয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই গুগল তাদের নিজেদের পেমেন্ট সার্ভিস পৃথিবীর সকল দেশেই চালু করতে পারবে।